সামাজিক দূরত্ব নিশ্চিতে দোকানে দোকানে বৃত্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২৮ মার্চ ২০২০

নাটোরে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দোকানে দোকানে বৃত্ত আঁকা হয়েছৈ। এসব বৃত্তে দাঁড়িয়ে জনসাধারণকে পণ্য কিনতে হচ্ছে।

নাটোর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, দোকানে দোকানে তিন ফুট দূরত্বে বৃত্ত এঁকে দেয়া হয়েছে। এসব বৃত্তে দাঁড়িয়ে মানুষকে ওষুধসহ নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো রাস্তাঘাটে বা দোকানের সামনে দূরত্ব বজায় রেখে বৃত্ত আঁকা। সেখানেই দাঁড়িয়েই মানুষ পণ্য ক্রয় করবে।

Natore-pic02

অপরদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনায় সিংড়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সিংড়া পৌর এলাকার ৩৮টি ওষুধের দোকান এবং কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানের সামনে বৃত্ত আঁকা হয়েছে। সেখানে দাঁড়িয়ে কেনাকাটা করছে সাধারণ মানুষ।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও প্রতিমন্ত্রীর একান্ত সহকারী মাওলানা রুহুল আমিন বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জরুরি পণ্যের দোকানের সামনে বৃত্ত এঁকে দেয়া হচ্ছে। এটি একটি প্রতীকী বিষয়। মানুষের মধ্যে সামাজিক দূরত্বের বিষয়ে সচেতনতা তৈরি করতে এটা করা হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে বৃত্ত এঁকে দিচ্ছে।

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।