করোনা নিয়ে গুজব ছড়ানোয় ঠাকুরগাঁওয়ে দুই যুবক আটক
ঠাকুরগাঁওয়ে ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।
আটকরা হলেন- শহরের গোয়ালপাড়া এলাকার আবু তালেবের ছেলে নূর আলম (২৭) ও পূর্ব হাজীপাড়া এলাকার মাহবুব আলমের ছেলে মাহফুজ (২৭)।
ওসি তানভীরুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে- এমন একটি মিথ্যা খবর পোস্ট করেন তারা। অথচ জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত এমন কোনো ব্যক্তি ভর্তি নেই সেখানে। বিষয়টি নজরে আসলে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরএআর/জেআইএম