সাড়ে ১২ হাজার মানুষকে চাল-ডাল দিলেন শামীম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৯ মার্চ ২০২০

পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম ব্যক্তিগত তহবিল থেকে তার নির্বাচনী এলাকা শরীয়তপুরের নড়িয়া ও সখিপুর থানায় করোনা আতঙ্কে ঘরবন্দি সাড়ে ১২ হাজার দুস্থ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন।

রোববার (২৯ মার্চ) সকাল ১০টা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। নড়িয়া ও সখিপুর থানা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের মাধ্যমে ত্রাণের চালসহ অন্যান্য খাদ্য উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

Shamim

নড়িয়া ও সখিপুর থানার ২৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সাড়ে ১২ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।সহায়তার মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ১টি সাবান।

এছাড়া নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন আলোচনা করেন উপমন্ত্রী।

Shamim-1

এ বিষয়ে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো দুর্যোগে গরিব ও মেহেনতি মানুষের পাশে ছিলেন এবং আছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনো গরিব না খেয়ে কষ্ট পায় না। তারই ধারাবাহিকতায় বাংলাদশ আওয়ামী লীগ করোনা দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে।

Shamim-2

তিনি বলেন, আওয়ামী লীগের পাশাপাশি নিজ উদ্যোগে এ সহায়তা দিয়েছি।

ছগির হোসেন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।