নারায়ণগঞ্জে ৩৫২ জন হোম কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ২৯ মার্চ ২০২০
ফাইল ছবি

নারায়ণগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৫২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় যুক্ত হয়েছেন ১৫ জন। ইতোমধ্যে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩৯ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪২ জন ছাড়পত্র পান। রোববার (২৯ মার্চ) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ জেলায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা তিন। তার মধ্যে দুজন সুস্থ। আইসোলেশনে রয়েছেন একজন। ১ মার্চ থেকে এ পর্যন্ত বিদেশ থেকে মোট এসেছেন ৫৯৬৮ জন। ঠিকানা ও অবস্থান চিহ্নিত বিদেশফেরত ব্যক্তির সংখ্যা মোট ২৮০ জন।

সরকারি চিকিৎসাকেন্দ্র ছয়টি, কোভিড-১৯ চিকিৎসায় প্রস্তুতকৃত বেড ৩০টি, চিকিৎসকের সংখ্যা ৯০ জন, নার্সের সংখ্যা ১৭৩ জন। বেসরকারি চিকিৎসাকেন্দ্র ৭২টি, কোভিড-১৯ চিকিৎসায় প্রস্তুতকৃত বেড ৭২টি, চিকিৎসকের সংখ্যা ১০০ জন, নার্সের সংখ্যা ১৮০ জন। পিপিই বিতরণ করা হয়েছে ৪৪৮টি।

মো. শাহাদাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।