ঠাকুরগাঁওয়ের সেই গ্রামের ১০০ পরিবার কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২:৫৮ এএম, ৩০ মার্চ ২০২০

ঠাকুরগাঁওয়ে একই পরিবারের পাঁচজনকে হাসপাতালে পাঠানোর পরদিন তাদের গ্রামের ১০০ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। রোববার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান নদীপাড়ার জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত এক পরিবারের পাঁচ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই পরিবারের পাঁচজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি-না তা জানার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে; সেই রক্তের নমুনা ঢাকায় পাঠানো হবে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, রোববার ওই আক্রান্তদের স্বজন ও আশপাশের ১০০ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। রোববার ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ মিটার দূরে দূরে বসিয়ে প্রতিটি পরিবারকে সাত দিনের খাবার পৌঁছে দেয়া হয়েছে।

চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, একই পরিবারের পাঁচ সদস্য জ্বর-শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই গ্রামের একশ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন ইউএনও।

এএম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।