পৌরবাসীকে ঘরে রাখতে মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ ‘চলো’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১১:১৫ এএম, ৩১ মার্চ ২০২০

যেকোনো পণ্যের প্রয়োজনে হটলাইনে ফোন করলেই স্বেচ্ছাসেবীরা বাজার নিয়ে পৌঁচ্ছে যাচ্ছেন পৌরবাসীর দোরগোড়ায়। পৌরবাসীরা স্বেচ্ছাসেবকদের পণ্য এবং ক্রয়ের রশীদ বুঝে নিয়ে মূল্য পরিশোধ করছেন। এজন্য অতিরিক্ত কোনো সর্ভিস চার্জও দিতে হচ্ছে না। সোমবার থেকে পৌরমেয়রের ‘চলো’ হোম সার্ভিসটি ব্যাপক সাড়া জাগিয়েছে।

সিংড়ার পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাঈদ আহম্মেদ পলকের পরামর্শে নাটোরে সিংড়া পৌর এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত এবং জনসাধারণকে ঘরে রাখার জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য পৌরবাসীর দরজায় পৌঁচ্ছে দিতে পৌরসভার পাবলিক ট্রান্সপোর্ট ‘চলো’ বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।

চলো সার্ভিসের হটলাইন ০১৭০৭০০১১২২ নম্বরে কল দিয়ে বললেই বাজর দামে পণ্য পৌঁচ্ছে দেবে স্বেচছাসেবকরা। এজন্য তাদের অতিরিক্ত কোনো সার্ভিস চার্জও দিতে হবে না।

রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।