দুর্গম চরে আটকে পড়া ১০ বেদে পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন ওসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৭ এএম, ০১ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দুর্গম চর এলাকা বক্তাবলীতে আটকে পড়া বেদে সম্প্রদায়সহ সুবিধাবঞ্চিত ১০টি পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।

চরে বেদে সম্প্রদায়ের পরিবার আটকা পড়ে আছে- এমন সংবাদে মঙ্গলবার (৩১ মার্চ) রাতে তাদের কাছে ছুটে যান ওসি। এছাড়া তিনি দুর্গম এলাকা দরিদ্র পরিবারের ঘরে গিয়ে খাদ্যসামগ্রী দিয়ে আসেন।

এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে বেদে সম্প্রদায়ের পরিবারের সদস্যরা যেন নিজেদের সুরক্ষিত রাখতে পারে সে জন্য তাদের সাবান, মাস্কসহ অন্যান্য জিনিসপত্র দেয়া হয়।

বাংলাদেশে গণপরিবহন ও নৌপরিবহন বন্ধ থাকায় বক্তাবলীতে আটকে পড়ে সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের ১০টি পরিবার। তাদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন।

তিনি মঙ্গলবার রাতে ব্যক্তিগত ফান্ড থেকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও লবণ প্যাকেট করে বেদে সম্প্রদায়ের পরিবারের মাঝে পৌঁছে দেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, করোনাভাইরাসে কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই সকলের উচিত অসহায় ও দরিদ্র পরিবারে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। আর দুর্গম এলাকা বক্তাবলীতে আটকা পড়ে সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ সাবান ও মাস্ক দেয়া হয়েছে।

তিনি বলেন, পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে খাদ্যসামগ্রীসহ সব ধরনের সুবিধা দেয়া হবে।

মো. শাহাদাত হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।