গ্রামে গ্রামে সরকারি খাদ্য সহায়তা দেয়া শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:১০ পিএম, ০১ এপ্রিল ২০২০

সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ হয়ে গেছে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের আয়ের পথ। গত ছয় দিন জেলার গ্রামগঞ্জের কৃষক-দিনমজুর এমনকি রিকশাচালকরা এক রকম ঘরবন্দি।

ফরিদপুরে নিম্নআয়ের মানুষের মাঝে সরকারি খাদ্য সহায়তা দেয়া শুরু হয়েছে। বুধবার (০১ এপ্রিল) দুপুর থেকে ফরিদপুর সদর উপজেলার চারটি ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা দেয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন।

জেলা সদরের নর্থচ্যানেল, মাচ্চর, কৃষ্ণনগর ও চাদপুর ইউনিয়নের সাড়ে ৭শ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল ও ১ কেজি তেল দেয়া হয়।

faridpur-pic-02.jpg

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা জানান, সরকারি নির্দেশ পাওয়ার পর থেকে প্রতিটি গ্রামে গ্রামে তালিকার কাজ তৈরির পর হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দেয়া শুরু হয়েছে। তালিকাভুক্তরা পর্যায়ক্রমে সকলেই এ কর্মসূচির আওতায় আসবে বলে জানান তিনি।

খাদ্য সহায়তা পাওয়া জেলা সদরের বিভিন্ন গ্রামের কর্মহীন মানুষেরা জানান, গত ৬/৭ দিন আমাদের কোনো কাজ নেই। ক্ষেতের ফসল বিক্রয় করতে পারছি না। কষ্টের মধ্যে দিয়ে সংসার চলছে। সরকার আমাদেরকে খাদ্য সহায়তা দিয়েছে। আমাদের খাওয়ার কষ্ট দূর হয়েছে।

বি কে সিকদার সজল/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।