দুই হাজার দরিদ্র পরিবারের পাশে চুমকি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ০১ এপ্রিল ২০২০

গাজীপুরের কালীগঞ্জে কর্মহীন হয়ে পড়া দুই হাজার দরিদ্র পরিবার পেল মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির খাদ্যসামগ্রী।

বুধবার (০১ এপ্রিল) সকাল থেকে গাজীপুর-৫ কালীগঞ্জ নির্বাচনী এলাকার অসহায় দুই হাজার কর্মহীন মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, তেল, লবণ ও পেঁয়াজ। এছাড়া হাত ধোয়ার জন্য সাবানও বিতরণ করা হয়।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাজেদুল ইসলাম সেলিম বলেন, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি সকাল থেকে তার নির্বাচনী এলাকার নাগরী, মঠবাড়ি, তুমুলিয়া, জামালপুর, গোল্লারটেক, চাঁন্দেরবাগ, সাওরাইদ বাজার, বাড়িয়া, খুদে বরমি, আমতলি, জাঙ্গালিয়ায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

jagonews24

এ সময় গাজীপুর সদর ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্থানীয় ইউপি চেয়ারম্যান, দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জাতীয় দুর্যোগ বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা করেন। তার নির্দেশনায় করোনা সংকটময় অবস্থায় মন্ত্রী-এমপি-স্থানীয় জনপ্রতিনিধি এবং দলের নেতাকর্মী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন। এই দুর্যোগের সময় সমাজের বিত্তবানদের দরিদ্রদের পাশে দাঁড়ানো উচিত।

আব্দুর রহমান আরমান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।