রাঙ্গামাটিতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০১:০৮ পিএম, ০২ এপ্রিল ২০২০

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত উসুই প্রু মারমা (৩০) ওই ইউনিয়নের জিং হ্লা মারমার ছেলে।

চন্দ্রঘোন থানার ওসি মো. আশরাফ উদ্দিন বলেন, মধ্যরাতে ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি উসুই প্রু মারমাকে একদল সন্ত্রাসী ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। ভোরে তার লাশ থানায় নিয়ে আসি। কারা ঘটনার সঙ্গে জড়িত তা এখনই বলা সম্ভব না। তবে ওই এলাকাটি সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র নিন্ত্রণাধীন এলাকা হিসেবে পরিচিত।

কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ আওয়ামী লীগের রাজনীতি করলে সন্ত্রাসীরা তাদের বিভিন্ন সময় হত্যার মাধ্যমে বাধার সৃষ্টি করে আসছে। এই হত্যাও সেই কারণে হয়েছে বলে আমরা মনে করছি।

তিনি আরো জানান, রাতে ঘটনা শোনার পর সেখানে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছি। নিহত উসুই প্রু মারমার স্ত্রী আমাদের জানিয়েছেন মধ্যরাতে ৭-৮ জন বাসার দরজা ভেঙে প্রবেশ করে এবং বাসা থেকে ১ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে তাকে তিন রাউন্ড গুলি করে হত্যা করে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।

এদিকে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, পাহাড়ের অবৈধ অস্ত্রধারীরা এই ঘটনা ঘটিয়েছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

সাইফুল ইসলাম/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।