শিক্ষামন্ত্রীর খাদ্য সহায়তা পেলেন চাঁদপুরের মাঝিরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ০২ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশে সারা দেশে অঘোষিত লকডাউন চলছে। জনগণের যাতায়াত বা চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চাঁদপুরের নদীর তীরের নৌকা মাঝিরা বেকার হয়ে পড়েছেন।

এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী দীপু মনির পক্ষ থেকে বৃহস্পতিবার (০২ এপ্রিল) চাঁদপুরের ডাকাতিয়া নদীর তীরে মাঝিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

chandpur-1

পাশাপাশি ঘরবন্দি হয়ে যাওয়া হতদরিদ্রদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। চাঁদপুর শহরের বিভিন্ন বস্তিতে গিয়ে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

এসব ত্রাণ বিতরণ করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ও শিক্ষামন্ত্রীর স্থানীয় প্রতিনিধি সাইফুদ্দিন বাবু প্রমুখ।

chandpur-2

চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হতদরিদ্রদের মাঝে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হবে।

ইকরাম চৌধুরী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।