দরিদ্রদের পাশে দাঁড়াতে ১৬ বন্ধুর উদ্যোগ
করোনাভাইরাসের থাবায় কর্ম হারিয়ে বেকার হয়ে পড়া খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ জন বন্ধু মিলে গঠন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’।
এদের কেউ ছাত্র আবার কেউ চাকরিজীবী। সংগঠনের প্রথম কার্যক্রম হিসেবে শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে জেলা সদরের সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির কর্মহীনদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা ও উজ্জল চক্রবর্তী, সহায় সংগঠনের সভাপতি আশরাফ উদ্দিন ইমন এবং সাধরণ সম্পাদক জুয়েল রহমানসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সহায় সংগঠনের সভাপতি আশরাফ উদ্দিন ইমন বলেন, করোনাভাইরাসের প্রভাবে সারাবিশ্বে কর্মহীন হয়ে পড়েছেন খেটে-খাওয়া মানুষ। এই মানুষগুলোর জন্য কিছু করার চিন্তা থেকেই সংগঠনটি গঠন করা হয়েছে। বন্ধুদের এই সংগঠন যেকোনো দুর্যোগ কিংবা দুঃসময়ে মানুষের পাশে থাকবে।
আজিজুল সঞ্চয়/এএম/পিআর