মেঘনায় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০৪ এপ্রিল ২০২০
ফাইল ছবি

চাঁদপুরে মেঘনা নদীতে নিষিদ্ধ সময়ে রাতের অন্ধকারে জাটকা ও ইলিশ মাছ পাচারকালে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামের বাদশা দেওয়ানের ছেলে আলামিন (২২)। অপরজন একই এলাকার মৃত খালেক হাওলাদের ছেলে আলামিন (২৮)।

গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টায় মেঘনা নদীর কাচিকাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আলামিনের লাশ পাওয়া গেলেও আরেক আলামিনের লাশ এখনও নিখোঁজ।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ও নৌপুলিশ ঘটনাস্থল থেকে নিহত আলামিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

এলাকা সূত্রে জানা যায়, রাজরাজেশ্বর জাহাজমারা এলাকার দুটি মাছ ঘাটে জেলেদের আহরণকৃত বিপুল পরিমাণে জাটকা ও ইলিশ মাছ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এসময় স্থানীয় খোকন মোল্লার মাছ বহনকারী স্পিডবোটটি মাওয়া যাওয়ার সময় বিপরীত দিক থেকে মাছ বিক্রি করে খালি আসার সময় রফিকউল্লা দেওয়ানের স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে স্পিডবোটে থাকা আরোহীরা ছিটকে নদীতে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আলামিনের মৃতদেহ উদ্ধার করা গেলেও অপরজনের লাশ এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী জানান, শরীয়তপুর কাচিঘাটায় নৌ-সীমানায় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, অপরজন নিখোঁজ হয়েছে। ঘটনাটি আমরা থানা পুলিশকে জানিয়েছি। খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে আসে। নিহত এবং নিখোঁজরা আমার ইউনিয়নের জাহাজমারা গ্রামের বাসিন্দা।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. জাহেদ পারভেজ চৌধুরী জানান, বিষয়টি আমরা জেনেছি। ইতোমধ্যে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

ইকরাম চৌধুরী/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।