কুমিল্লায় করোনা পরীক্ষায় ৯ জনের রিপোর্ট নেগেটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:১১ পিএম, ০৪ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকি এড়াতে কুমিল্লায় হোম কোয়ারেন্টাইনে থাকা সন্দেহভাজন নমুনা সংগ্রহকারী ৩৪ ব্যক্তির মধ্যে ৯ জনের রিপোর্ট নেগেটিভ এলেও অবশিষ্ট ২৫ জনের রিপোর্ট এখন আসেনি।

এদিকে নতুন করে শনিবার কোনো নমুনাও সংগ্রহ করা হয়নি। বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী এবং সরকারি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইডিসিআর) নির্দেশনা অনুযায়ী গত বৃহস্পতিবার ও শুক্রবার জেলার ১৭টি উপজেলার মধ্যে প্রতিটি উপজেলা থেকে দুইটি করে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। এর মধ্যে শনিবার বিকেল পর্যন্ত ৯ জনের রিপোর্ট এসেছে এবং এগুলোর মধ্যে সবগুলোই নেগেটিভ। বাকি ২৫ জনের নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট পাওয়ার পর জানানো যাবে।

তিনি আরও জানান, কুমিল্লায় করোনা ঝুঁকি এড়াতে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় যাদের সর্দি ও কাশি এবং জ্বর রয়েছে তাদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ আছে কি-না তা যাচাই করে দেখার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।