মার্বেল খেলা নিয়ে সংঘর্ষে চোখ হারালেন তরুণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৪২ এএম, ০৫ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের মার্বেল খেলা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় জেলা শহরের ভাদুঘর দক্ষিণপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে মোজাহিদ (১৮) নামে এক তরুণের চোখ নষ্ট হয়ে গেছে। আহতদেরকে জেলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিকেলে ভাদুঘর দক্ষিণপাড়ায় মার্বেল খেলা নিয়ে শেখবাড়ি ও মোল্লাবাড়ির কয়েকজন শিশুর ঝগড়া হয়। এ নিয়ে সন্ধ্যায় উভয় গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় চোখে পাথরের আঘাত লেগে শেখবাড়ি গোষ্ঠীর সমর্থক মোজাহিদের ডান চোখ নষ্ট হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।