মোটরসাইকেল নিয়ে বের হলেই জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০৫ এপ্রিল ২০২০

নাটোরের সিংড়া উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এবং মানুষকে ঘরমুখী করতে অবৈধ মোটরসাইকেল জব্দে অভিযানে নেমেছে পুলিশ।

রোববার (০৫ এপ্রিল) ৪০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গত তিনদিনে শতাধিক মোটরসাইকেল জব্দ করা হয়। একই সঙ্গে এসব মোটরসাইকেলের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সকাল থেকে সিংড়া থানা পুলিশের ওসি নুর এ আলম সিদ্দিকীর নেতৃত্বে বামিহাল, জামতলী, সিংড়া বাসস্ট্যান্ড এবং বাজারে অভিযান চালিয়ে ৪০টি মোটরসাইকেল জব্দ করা হয়।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর এ আলম সিদ্দিকী বলেন, করোনাভাইরাসের কারণে ঝুঁকির মধ্যে আছি আমরা সবাই। এ সময়ে মানুষের ঘরে থাকা দরকার। কিন্তু ঘরে না থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরছে তারা। গত তিনদিনে শতাধিক মোটরসাইকেল জব্দ করে মামলা দেয়া হয়েছে। কাগজবিহীন মোটরসাইকেল বের হলেই জব্দ করা হবে।

রেজাউল করিম রেজা/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।