চাঁপাইনবাবগঞ্জে ১০ জনের নমুনা সংগ্রহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ০৫ এপ্রিল ২০২০

চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাস শনাক্তে প্রথম ধাপে পাঁচ উপজেলা থেকে ১০ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। রোববার (০৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টা পর্যন্ত করোনার উপসর্গ থাকা সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করা হয়।

করোনাভাইরাস শনাক্তে এদের নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তিনজন, শিবগঞ্জ উপজেলার তিনজন, গোমস্তাপুর উপজেলার দুজন এবং নাচোল ও ভোলাহাট উপজেলার একজন করে।

সদর উপজেলার তিনজনের মধ্যে একজনের বাড়ি থেকে এবং দুজনের হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করা হয়। বাকি চার উপজেলায় তাদের নমুনা নিজ নিজ বাড়ি থেকে সংগ্রহ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী বলেন, করোনাভাইরাস শনাক্তকরণের উদ্যোগ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ স্বাস্থ্য বিভাগ বিভিন্ন স্থানে গিয়ে নমুনা সংগ্রহ করছে। এরই ধারাবাহিকতায় রোববার জেলার ১০ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। যেসব বাড়িতে লাল পতাকা বা হোম কোয়ারেন্টাইন লেখা রয়েছে এবং যাদের মধ্যে করোনার উপসর্গ রয়েছে তাদের নমুনা সংগ্রহ করে ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। সন্দেহভাজন সবার পর্যায়ক্রমে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

মো. আব্দুল্লাহ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।