হাতীবান্ধায় জ্বর-সর্দিতে যুবকের মৃত্যু
লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় জ্বর, সর্দি ও কাশিসহ ৩২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বেজগ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
জানা গেছে, কয়েক দিন ধরে তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। এ ছাড়াও তিনি হাঁপানি রোগেও আক্রান্ত ছিলেন ।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাঈম হোসেন জাগো নিউজকে বলেন, তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে করোনা ছিল কিনা তা পরীক্ষা করার সুযোগ হয়নি।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন জানান, মৃত ওই ব্যক্তির করোনা আক্রান্তের উপসর্গ না থাকায় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়নি। তবে তিনি কোনো বিদেশ ফেরত মানুষের সঙ্গেও মিশেননি। বাইরেও যাননি।
তিনি আরও জানান, বিকেলে যুবকের দাফন সম্পন্ন হয়েছে।
রবিউল/এমএএস/এমএস