ভৈরবে জ্বর ও শ্বাসকষ্টে গৃহবধূর মৃত্যু, হাসপাতাল তালাবদ্ধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৭ এপ্রিল ২০২০
ফাইল ছবি

ভৈরব শহরের আনোয়ারা হাসপাতালে এক গৃহবধূ জ্বর ও শ্বাসকষ্টে মারা গেছেন। এ ঘটনার পর করোনা সন্দেহে হাসপাতালটি তালাবদ্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার সকালে ওই গৃহবধূ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ ঘটনাস্থলে এসে হাসপাতালটি তালাবদ্ধ করে দেন। রাত সাড়ে ৮টা পর্যন্ত ওই গৃহবধূর মরদেহ হাসপাতালের ভেতরেই ছিল। এ ঘটনার পর আশপাশের এলাকাসহ সামনের রাস্তাটি অঘোষিত লকডাউন করে দেয় পুলিশ।

ডাক্তার বুলবুল আহমেদ জানান, আইইডিসিআর’র নির্দেশনা মোতাবেক রোগী করোনাভাইরাসে মারা গেছে কিনা তা পরীক্ষা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, মৃত নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। এ মুহূর্তে হাসপাতালের আশপাশসহ সামনের রাস্তাটিতে লোকসমাগম সীমিত করা হয়েছে। আইইডিসিআর’র গাইডলাইন অনুযায়ী ওই নারীর মরহেদ দাফন করা হবে। পরীক্ষায় করোনা পজেটিভ হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আসাদুজ্জামান ফারুক/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।