মারা যাওয়া নৌ সদস্যের করোনা নেগেটিভ, লকডাউন প্রত্যাহার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরপুর
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৮ এপ্রিল ২০২০
ফাইল ছবি

ক্যানসার ও জ্বরে মারা যাওয়া মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের বাসিন্দা নৌবাহিনীর সদস্যের করোনা নেগেটিভ এসেছে। গত বুধবার (১ এপ্রিল) ক্যানসার ও জ্বরে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ওই নৌ সদস্যের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। ফলে তার বাড়ির লকডাউন প্রত্যাহার করে নেয়া হয়েছে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস জানান, মৃত ওই নৌবাহিনীর সদস্য লিভার ক্যানসার, আলসার ও ব্লাড ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট এসেছে। ফলে বাড়ির লকডাউন প্রত্যাহার করে নেয়া হয়েছে।

আসিফ ইকবাল/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।