গুরুদাসপুরের অলিগলি-মসজিদ-মাদরাসায় জীবাণুনাশক স্প্রে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:১২ পিএম, ০৯ এপ্রিল ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

আহমদিয়া মুসলিম জামাতের যুব সংগঠন মজলিস খোদ্দামুল আহমদিয়া পুরুলিয়া ও মহারাজপুরের যৌথ উদ্যোগে বুধবার (৮ এপ্রিল ) সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে তা স্প্রে করা হয়।

সংগঠনটি জানিয়েছে, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চৌদ্দমাথা বাজার থেকে পিকআপ ভ্যানে করে অটোমেটিক স্প্রে মেশিনের মাধ্যমে এই স্প্রে কার্যক্রম শুরু করেন সংগঠনের বিভাগীয় প্রধান হাফিজর রহমান।

natore-3

পর্যায়ক্রমে শাহীবাজার, পুরুলিয়া বাজার, তুলাধুনা বাজার ওয়াবদাবাজার, বীরবাজার এলাকার ১৪ কিলোমিটার রাস্তা এবং শহরের অলিগলি, বিভিন্ন মসজিদ-মাদরাসায় স্প্রে করা হয়।

করোনা প্রতিরোধে আহমদিয়া যুবসংগঠনের উদ্যোগকে জনপ্রতিনিধি ও এলাকাবাসী স্বাগত জানান।

উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসের সূচনা থেকেই আহমদিয়া যুব সংগঠন দেশব্যাপী করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট, ফ্রি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে।

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।