লালমনিরহাটে জ্বর-সর্দি নিয়ে একজনের মৃত্যু, নমুনা সংগ্রহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ০৯ এপ্রিল ২০২০

লালমনিরহাটে জ্বর-সর্দি নিয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে হাতীবান্ধা উপজেলার ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি জ্বর, সর্দি ও বুকের ব্যথায় ভুগছিলেন। করোনা পরীক্ষায় তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দুপুরে হাতীবান্ধা উপজেলার সিংঙ্গীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের ওই ব্যক্তি জ্বর, সর্দি ও বুকের ব্যথা নিয়ে মারা যান। পরে করোনাভাইরাস পরীক্ষায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসরা। ওই ব্যক্তি গত তিনদিন আগে ঢাকায় তার বোনের মৃত্যু হলে মরদেহ হাতীবান্ধার ধুবনী গ্রামের বাড়িতে এনে দাফন করেন।

এদিকে জেলার পাটগ্রাম উপজেলার ৩২ বয়সী তিন যুবক জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হওয়ায় তাদের নমুনা সংগ্রহ করেছেন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসরা। ওই তিন যুবক সম্প্রতি ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। তাদের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, করোনা সন্দেহে হাতীবান্ধার মৃত ব্যক্তির নমুনাসহ জেলার পাঁচজনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তারা করোনা আক্রান্ত কি-না তা নিশ্চিত হওয়া যাবে।

রবিউল হাসান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।