চাঁপাইনবাবগঞ্জে অন্য জেলা থেকে এলেই স্বাস্থ্য পরীক্ষা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০৯ এপ্রিল ২০২০

ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাঁপাইনবাবগঞ্জে ফেরত আসা ১৩৬ জনের স্বাস্থ্য পরীক্ষার পর কারও দেহে করোনার উপসর্গ পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে তারা চাঁপাইনবাবগঞ্জে ফেরেন।

এদের মধ্যে শিবগঞ্জ উপজেলার ৭৭ জন, গোমস্তাপুরের ১৭ জন, ভোলাহাটের ১০ ও সদর উপজেলার ৩২ জন রয়েছেন।

সকালে চাঁপাইনবাবগঞ্জের প্রবেশ মুখ থেকে তাদের ধরে স্বাস্থ্য পরীক্ষা করেন চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসকরা। স্বাস্থ্য পরীক্ষা শেষে নারায়ণগঞ্জ থেকে আসা ছয়জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্যদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার শর্তে ছেড়ে দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, এখন থেকে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে যারা জেলায় প্রবেশ করবেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করার পর করোনার উপসর্গমুক্ত হলে ছাড় দেয়া হবে। যারা হোম কোয়ারেন্টাইন মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ নিয়ে এখন পর্যন্ত জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ২১ জন। এদের মধ্যে সদর উপজেলায় ছয়জন, শিবগঞ্জ উপজেলায় ৯ জন ও গোমস্তাপুর উপজেলায় ছয়জন রয়েছেন।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।