জয়পুরহাটে জ্বর-সর্দি নিয়ে যুবকের মৃত্যু, ১০ বাড়ি লকডাউন
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের পৌলুঞ্জ বর্মণপাড়া গ্রামে করোনাভাইরাসের লক্ষণ নিয়ে নির্দোষ চন্দ্র (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওই যুবকের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নির্দোষ চন্দ্র ওই গ্রামের সুশীল চন্দ্রের ছেলে।
আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার জানান, নিদোর্ষ চন্দ্র বগুড়া শহরের একটি ডাল প্রস্তুতের কারখানায় শ্রমিকের কাজ করতেন। কারখানায় তিনি অসুস্থ হয়ে পড়লে ওই কারখানার লোকজন বুধবার রাতে তাকে নিজ বাড়িতে রেখে যান। বৃহস্পতিবার দুপুরে তাকে সিএনজিযোগে বগুড়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে উপজেলার ফুলদিঘী বাজার এলাকায় তার মৃত্যু হয়।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান বলেন, ওই যুবকের মৃত্যুর খবর পাওয়ার পর তার বাড়িসহ ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে ওই এলাকায় লোক সমাগমে নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে।
জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, বগুড়ার একটি খাদ্য কারখানায় কর্মরত শ্রমিক নির্দোষ চন্দ্র গত আটদিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ছিলেন। বুধবার রাতে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ অবস্থায় তাকে ক্ষেতলালে তার গ্রামের বাড়িতে রেখে যায়। পরে তার ডায়রিয়া শুরু হলে হাসপাতালে নেয়ার পথে বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয়।
সিভিল সার্জন বলেন, করোনা পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনায় তার মৃত্যু হয়েছে কি-না তা রিপোর্ট আসার পর আমরা নিশ্চিত হতে পারব।
এদিকে জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে এবং পাঁচজনকে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেলে ১১ জনের নমুনা পাঠানো হয়েছে। এর আগে পরীক্ষার জন্য পাঠানো ২৮ জনের নমুনায় করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।
অপরদিকে জেলার কালাই উপজেলার কাদিরপুর গ্রামের এক দম্পতি নারায়ণগঞ্জ থেকে আসায় তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান। এ ছাড়া স্থানীয়রা নিজ উদ্যোগে গ্রামটিকে লকডাউন করে রেখেছেন বলে জানান ওসি।
রাশেদুজ্জামান/আরএআর/পিআর