মুজিবনগরে তাবলিগ থেকে ফেরা ১৯ জন কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১০:৫৩ এএম, ১০ এপ্রিল ২০২০

সিলেট থেকে মেহেরপুরে ফিরে আসা তাবলিগ জামাতের ১৯ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।

মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম জানান, মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১৯ জন মুসল্লি তাবলিগের চিল্লা সম্পন্ন করে শুক্রবার (১০ এপ্রিল) এলাকায় ফিরে আসেন। খবর পেয়ে তাদের নিজ বাড়িতে পৌঁছানোর আগেই কোয়ারেন্টাইনে রাখার উদ্যোগ নেয়া হয়।

বর্তমানে তাদেরকে আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১৪ দিন তারা এখানে বসবাস করবেন। তাদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে। তবে তাদের সকলেই সুস্থ আছেন বলে জানান ওসি।

আসিফ ইকবাল/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।