মাদারীপুরে আরও দুইজন করোনায় আক্রান্ত, ৬ জন পুনরায় আইসোলেশনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১০ এপ্রিল ২০২০
ফাইল ছবি

মাদারীপুরের শিবচরে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে শিবচরের মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১১ জনে।

এছাড়াও আগে আক্রান্তদের মধ্যে ছয়জনকে পুনরায় আইসোলেশনে নেয়া হয়েছে। এর মধ্যে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গত কয়েকদিন আগে আইসোলেশনে নেয়া হয়েছিল।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বৃহস্পতিবার রাতে আইইডিসিআর শিবচরের আরও দুইজনকে করোনাভাইরাস আক্রান্ত বলে শনাক্ত করে। এরা শিবচর পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ডের বাসিন্দা। রাতেই স্বাস্থ্য বিভাগ তাদেরকে আইসোলেশনে নিয়ে যায়। এছাড়া আগে আক্রান্ত রোগীদের মধ্যে আবার উপসর্গ দেখা দেয়ায় দুই শিশু সন্তানসহ তিনজনকে আইসোলেশনে নেয়া হয়েছে। একই কারণে এর আগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে আইসোলেশনে নেয়া হয়েছিল।

এদিকে শুক্রবার ভোর থেকে শিবচর উপজেলা প্রশাসন নতুন আক্রান্তদের বাড়ি চিহ্নিত করে বিশেষভাবে অবরুদ্ধ করে রেখেছে।

উল্লেখ্য, আইইডিসিআর ঘোষিত অধিক ঝুঁকিপূর্ণ শিবচর উপজেলাকে গত ১৯ মার্চ রাত থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।