নির্দেশ অমান্য করে বাসে যাত্রী বহন, ২৯ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১০ এপ্রিল ২০২০

সিরাজগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে গণপরিবহন চলাচল ও মাইক্রোবাস-ট্রাকে যাত্রী বহন করায় ২৪ পরিবহনের চালককে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামানের নেতৃত্বে মহাসড়কের হাটিকুমরুল চত্বরে এ অভিযান চালানো হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে গণপরিবহন চলাচল, বাসে যাত্রী বহন, পণ্যবাহী মাইক্রোবাস ও ট্রাকে যাত্রী পরিবহন করায় অভিযান চালানো হয়। এ সময় ২৪ চালককে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।