নির্দেশ অমান্য করে বাসে যাত্রী বহন, ২৯ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে গণপরিবহন চলাচল ও মাইক্রোবাস-ট্রাকে যাত্রী বহন করায় ২৪ পরিবহনের চালককে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামানের নেতৃত্বে মহাসড়কের হাটিকুমরুল চত্বরে এ অভিযান চালানো হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে গণপরিবহন চলাচল, বাসে যাত্রী বহন, পণ্যবাহী মাইক্রোবাস ও ট্রাকে যাত্রী পরিবহন করায় অভিযান চালানো হয়। এ সময় ২৪ চালককে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর