রাস্তায় ঘোরাঘুরি-আড্ডা দেয়ায় ৫৩ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১০ এপ্রিল ২০২০
ফাইল ছবি

অকারণে রাস্তায় ঘোরাঘুরি, দোকান খোলা রাখা এবং জনসমাগম করে আড্ডা দেয়াসহ বিভিন্ন অপরাধে সিরাজগঞ্জে ১০৯ জনকে ৫৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন।

তিনি বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার সদর, বেলকুচি, কামারখন্দ, উল্লাপাড়া, শাহজাদপুর, তাড়াশ ও কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে ঘোরাঘুরি, দোকান খোলা রাখা, জনসমাগম সৃষ্টি করাসহ বিভিন্ন অপরাধে ১০৯ জনকে মোট ৫৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও বিনা কারণে ঘর থেকে বের না হতে জনসাধারণকে পরামর্শ দেয়া হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।