বিপুল সংখ্যক গার্মেন্টসকর্মী আসায় সিরাজগঞ্জের ৪ ইউনিয়ন লকডাউন
ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক গার্মেন্টস শ্রমিক আসায় করোনা আতঙ্কে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৪টি ইউনিয়ন লকডাউন করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শাহজাদপুর উপজেলার কৈজুরী, গালা, পোরজনা ও হাবিবুল্লাহ নগর ইউনিয়নকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভাপতি শাহ মো. শামসুজ্জোহা এসব তথ্য নিশ্চিত করে জানান, সম্প্রতি ঢাকা, নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ সড়ক ও নৌ-পথে শাহজাদপুর এসেছেন। নৌ-পথের সঙ্গে কয়েকটি ইউনিয়নের যাতায়াতের ব্যবস্থা রয়েছে। ফলে কয়েকটি ইউনিয়ন করোনা ভাইরাসে ঝুঁকিপর্ণ হয়ে পড়ায় লকডাউন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজীপুর উপজেলার চরগিরিস, মনসুর নগর, তেকানী, নাটুয়াপাড়া, নিশ্চিন্তপুর ও সোনামুখী ইউনিয়নকে লকডাউনের ঘোষণা করা হয়।
কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, সম্প্রতি জামালপুর জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। কাজীপুরের কয়েকটি ইউনিয়নের সঙ্গে জামালপুরে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। ওই ইউনিয়নের সাধারণ জনগণ দৈনিক জামালপুরে যাওয়া আসা করেন। ফলে কয়েকটি ইউনিয়ন ঝুঁকিপর্ণ হয়ে পড়ায় লকডাউন করা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর