বেনাপোলে ১৪শ শ্রমিককে খাদ্যসামগ্রী দিলেন শেখ আফিল উদ্দিন
বেনাপোল স্থলবন্দর এলাকায় শুক্রবার সকালে ১৪শ অসহায় শ্রমিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন শেখ আফিল উদ্দিন এমপি। এ সময় প্রত্যেকের হাতে কমপক্ষে ৫ থেকে সাতদিনের খাবার সামগ্রী দেয়া হয়।
এর আগে ৮ এপ্রিল ‘করোনার দু:সময়ে একদিনও এলাকায় যাননি এমপি শেখ আফিল’ শিরোনামে জাগো নিউজে সংবাদ প্রকাশের পরদিন নিজ এলাকা যশোরের শার্শা উপজেলায় ছুটে আসেন তিনি।
ত্রাণ বিতরণকালে শেখ আফিল উদ্দিন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশ্বব্যাপী ছড়িয়েপড়া করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বেনাপোল ও শার্শায় যেসব খেটে খাওয়া সাধারণ মানুষ নিজেদের গৃহবন্দি করে ফেলেছেন পর্যায়ক্রমে তাদের মাঝেও খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।
ত্রাণ বিতরণের এ ধারাবাহিক কার্যক্রম উপজেলা আওয়ামী লীগ পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আমি সাধ্য অনুযায়ী কর্মহীন ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত রাখব।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ওহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণন সম্পাদক ইকবাল হোসেন রাসেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জামাল হোসেন/এমএএস/জেআইএম