করোনায় একজনের মৃত্যুর পর কিশোরগঞ্জ লকডাউন
করোনায় একজনের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় কিশোরগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসন।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউনে থাকবে কিশোরগঞ্জ। তবে জরুরি সেবাসমূহ লকডাউনের আওতামুক্ত থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় ও জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। জেলা ও উপজেলার প্রবেশ পথগুলো বন্ধ থাকবে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, জনস্বার্থে কিশোরগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে শনিবার (১১ এপ্রিল) থেকে এ আইন কার্যকর হবে। এই সময় কেউ জেলা থেকে বের হতে পারবে না আবার কেউ ঢুকতেও পারবে না।
কিশোরগঞ্জে এ পর্যন্ত ১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের মৃত্যুসহ সাতজন করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে আরেক যুবক মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
নূর মোহাম্মদ/এএম/জেআইএম