সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১১ এপ্রিল ২০২০

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে দেড় হাজার বিঘা মৎস্য ঘের।

শুক্রবার মধ্যরাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামে নদীর ১২০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়। এতে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়া গ্রাম এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা ও হাজরাখালী গ্রাম প্লাবিত হয়।

স্থানীয়রা জানায়, বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। হঠাৎ শুক্রবার মধ্যরাতে প্রবল জোয়ারে বাঁধ ভেঙে যায়। এতে চার গ্রামের প্রায় দেড় হাজার বিঘা মৎস্য ঘের পানিতে তলিয়ে যায়।

satkhira-beribadh-vangon

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, বেড়িবাঁধ ভেঙে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়া এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা ও হাজরাখালী গ্রাম প্লাবিত হয়েছে। সেই সঙ্গে দেড় হাজার বিঘা মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। দুই ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয়রা।

সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান বলেন, খোলপেটুয়া নদীর কোলা পয়েন্টে বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছিল। এরই মধ্যে শুক্রবার মধ্যরাতে বেড়িবাঁধ ভেঙে যায়। বেড়িবাঁধ সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।