৫ শতাধিক অসহায় মানুষকে খাদ্যসামগ্রী দিলো যুবদল নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১০:১২ পিএম, ১১ এপ্রিল ২০২০

মাদারীপুরের শিবচর উপজেলায় ৫ শতাধিক অসহায় ও শ্রমজীবী মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মৃধা।

শনিবার সকালে উপজেলার সন্যাসীরচরে নিজ বাড়িতে এসব মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।
খাদ্যসামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু ও ১টি করে সাবান রয়েছে।

এসময় যুবদল নেতা অনিক, লিয়াকত, জুলহাস মোল্লা, রেজাউল করিম রেজা, বাদশা মুন্সী, আলমগীর, মোস্তাক মোল্লা, ছাত্রদল নেতা শিপন মোল্লা, সোহেল, ইমারাত, আসিফসহ অনেকেই উপস্থিত ছিলেন।

যুবদলের পক্ষথেকে শিবচর উপজেলার বিভিন্ন জায়গায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মৃধা।

তিনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সবকিছুই থমকে গেছে। থমকে গেছে সাধারণ মানুষের রুটি-রুজির মাধ্যমও। এতে সবচেয়ে বেশি কষ্টে আছে সমাজের নিম্নআয়ের খেটে-খাওয়া মানুষগুলো। কর্মহীন এসব মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।