ঠাকুরগাঁও লকডাউন ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০:৪৭ এএম, ১২ এপ্রিল ২০২০
ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঠাকুরগাঁও জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার ( ১১ এপ্রিল) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক ঠাকুরগাঁও জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। এই জেলায় সকল ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতামুক্ত থাকবে।

জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, জেলায় জনসাধারণের ঢোকা ও বের হওয়া নিষিদ্ধ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক-মহাসড়ক দিয়ে অন্য জেলার কেউ এই জেলায় প্রবেশ করতে পারবে না। যদি কেউ এই আদেশ অমান্য করেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ থেকে ঠাকুরগাঁওয়ে আসেন তিনজন ব্যক্তি। তারা সবাই নারায়গঞ্জে পোশাক কারখানায় কাজ করতেন।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।