রাঙ্গামাটিতে বিমান বাহিনীর হেলিকপ্টারের ‘জরুরি অবতরণ’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১২ এপ্রিল ২০২০

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার (বেল-২১২) ‘জরুরি অবতরণ’ করেছে। রোববার (১২ এপ্রিল) বেলা ১১টা ৫ মিনিটে এটি জরুরি অবতরণ করে।

এ বিষয়ে দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর জরুরি রসদ সরবরাহ মিশন সম্পন্ন করার সময় কাপ্তাই থেকে বলিপাড়ায় যাওয়ার পথে রাজস্থলীর বলিপাড়া হেলিপ্যাড থেকে ২০০ গজ অদূরে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।

‘পাইলটদের দক্ষতায় জনাকীর্ণ এলাকা পরিহার করে জনসাধারণের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়। হেলিকপ্টারের দুজন পাইলট স্কোয়াড্রন লিডার আদনান এবং ফ্লাইট লেফটেন্যান্ট শাহেদসহ সকল ক্রু অক্ষত ও নিরাপদে আছেন।’

এর আগে রাঙ্গামাটির জেলা প্রশাসক মামুনুর রশিদ জানিয়েছিলেন, রেশন দিতে যাওয়া একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে।

সাইফুল/আবু আজাদ/এসএইচএস/আরএআর/এমএসএইচ/ এইচএ/এমএস//এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।