মেডিকেল টিম আসার খবরে পালিয়ে গেলেন পোশাক শ্রমিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১২ এপ্রিল ২০২০

সিরাজগঞ্জের তাড়াশে করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি ও কাশি নিয়ে বাড়িতে ফেরা এক পোশাক শ্রমিকের শরীর থেকে নমুনা সংগ্রহ করতে গিয়েছিল মেডিকেল টিম। কিন্তু মেডিকেল টিমের আসার খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছেন তিনি। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (১২ এপ্রিল) পর্যন্তও প্রশাসনের লোকজন তার কোনো হদিস পাননি।

মাগুড়া বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম আতিকুল ইসলাম বুলবুল জানান, নাদোসৈয়দপুর গ্রামের নদীপাড়া এলাকার বাসিন্দা লিয়াকত আলীর ছেলে আব্দুল খালেক (৩৫) নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত চারদিন আগে জ্বর, সর্দি ও কাশি নিয়ে বাড়িতে ফেরেন। ঘটনাটি প্রতিবেশীরা স্থানীয় প্রশাসনকে জানান। খবর পেয়ে উপজেলা প্রশাসন তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম নমুনা সংগ্রহের জন্য খালেকের বাড়িতে পাঠায়। মেডিকেল টিম যাওয়ার খবর পেয়ে খালেক কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, তাড়াশ উপজেলাসহ সিরাজগঞ্জে এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। আমরা উপসর্গের খবর পাওয়া মাত্রই মেডিকেল টিম দিয়ে নমুনা সংগ্রহ করছি। রোববারও এ উপজেলায় তিনজনের নমুনা সংগ্রহ করা গেলেও আব্দুল খালেক পালিয়ে যাওয়ায় তার নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।