ধর্ষণ করলো প্রেমিক, ভিডিও করলো ৬ বন্ধু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১২ এপ্রিল ২০২০
অভিযুক্ত ধর্ষক তানভীর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রেমের অভিনয় করে কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের অভিযোগে ইব্রাহিম হোসেন তানভীরসহ ৭ কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল ও রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই অভিযুক্ত ইব্রাহিমের বন্ধু।

গ্রেফতাররা হলেন- উল্লাপাড়া বিজ্ঞান কলেজের শিক্ষার্থী বন্ধন, পূর্ণতা, মিম, রিফাত, ঢাকা কলেজের ছাত্র তুষার ও টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সুমন। এদের মধ্যে বন্ধন ও পূর্ণতা পাবনার সাঁথিয়া উপজেলার বাসিন্দা বাকিরা উল্লাপাড়ার। অভিযুক্ত তানভীর উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার কামরুজ্জামান স্বপনের ছেলে। সে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোশারফ হোসেন আকন্দ জানান, দু’মাস আগে তানভীর রাজশাহী সিটি কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের অভিনয় শুরু করে। এক পর্যায়ে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে বেশ কয়েকবার ধর্ষণ করে। এ সময় কয়েকজন বন্ধু ও বান্ধবী ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে। এসব ভিডিওচিত্র সম্প্রতি বন্ধুরা বিভিন্ন জনের মোবাইলে প্রচার করে।

এ অবস্থায় গত ১০ এপ্রিল নির্যাতিতার বাবা বাদী হয়ে তানভীর ও তার ৬ বন্ধুর বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন। পরে শনিবার বিকেল ও রাতে নিজ নিজ বাড়ি থেকে ৭ শিক্ষার্থীকে গ্রেফতার করে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে রোববার জেলহাজতে পাঠায় পুলিশ।

তদন্ত কর্মকর্তা আরও জানান, গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে তাদের অপকর্মের কথা স্বীকার করেছেন। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।