বাড়ি ফেরার পথে ৭ বাসের ২০৯ যাত্রী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১২ এপ্রিল ২০২০

ফরিদপুর জেলার মধুখালীতে অবস্থিত আলতু খান জুট মিলের ৭টি বাস ও ২০৯ যাত্রীকে আটক করেছে কুড়িগ্রাম থানার পুলিশ। রোববার বিকেল সোয়া ৩টায় তাদেরকে শহরের খলিলগঞ্জ এলাকায় আটক করা হয়।

আটক ২০৯ জন যাত্রীর মধ্যে ২ জন উলিপুরের এবং ২০৭ জন নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।

কুড়িগ্রাম সদর থানার এসআই সজীব জানান, ৭টি বাস ও যাত্রীদের আটক করে নাগেশ্বরী থানায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে নাম-ঠিকানা নেয়ার পর আটকদের বাড়িতে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। এরা সবাই জুট মিলের শ্রমিক ও তাদের পরিবারের লোকজন।

বাসের যাত্রী মালেক ও জব্বার বলেন, আমরা আলতু খান জুট মিলে কাজ করি। গত ২৪ মার্চ থেকে মিল বন্ধ। মালিক আমাদেরকে ১৪ দিন ঘরে রাখার পর তাদের নিজস্ব বাসে কুড়িগ্রামে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছে।

নাজমুল হোসেন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।