পশুখাদ্যের সঙ্গে পাওয়া গেল ১১৬ বস্তা সরকারি চাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১৩ এপ্রিল ২০২০

সাতক্ষীরা সদরের মাধবকাটিতে পশুপাখির খাদ্যের সঙ্গে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১১৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। ৫ হাজার ৮শ কেজি চাল এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে রাখায় ডিলার শফিউরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা ১১টায় গোপন সংবাদে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। এ সময় এনএসআই সাতক্ষীরার উপ-পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ চৌধুরী জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির চাল) ৫ হাজার ৮০০ কেজি চাল কার্ডধারী হতদরিদ্র গরিব মানুষের মাঝে না দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পশুপাখির খাদ্যের সঙ্গে রাখা হয়। এ ঘটনায় ডিলার শফিউর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় শফিউর রহমানের ডিলারশিপও বাতিল করার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ওএমএস (খাদ্যবান্ধব কর্মসূচি) কমিটির সদস্য সচিবকে নির্দেশ দেয়া হয়েছে।

এ ঘটনায় ঝাউডাঙ্গা ইউনিয়নের ডিলার শফিউর রহমান বলেন, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দীন সরকারের খাদ্য বান্ধবের ১৯৩টি কার্ড তার কাছে মজুদ করে রেখেছেন। যার কারণে তিনি এ চালগুলো বিতরণ করতে পারেননি।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।