ভ্যানচালককে মাস্ক পরার কথা বলে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৩ এপ্রিল ২০২০

এক হাতে ভ্যান চালাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রফিকুল ইসলাম আকন (২৮) নামে এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে মাদারীপুরের শিবচর-পাঁচ্চর আঞ্চলিক সড়কের ঠাকুর বাজারে এ ঘটনা ঘটে। রফিকুল ইসলাম শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত আজাহার আকনের ছেলে। আহত ভ্যানচালককে গুরুতর অবস্থায় পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাজার করতে পাঁচ্চরের যাওয়ার পথে ভ্যানচালকের মুখে মাস্ক না থাকায় সতর্ক করেন যাত্রী রফিকুল।

এ সময় এক হাতে মাস্ক অন্য হাতে ভ্যান চালালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী রফিকুল আকন মারা যান। গুরুতর আহত অবস্থায় ভ্যানচলককে পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়।

শিবচর থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

একে এম নাসিরুল হক/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।