উলিপুরে ত্রাণের চালসহ একজন আটক, থানায় মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০২:২১ পিএম, ১৪ এপ্রিল ২০২০
ফাইল ছবি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে ত্রাণের চালসহ মঈফুল ইসলাম নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উলিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাতে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা সমবায় পরিদর্শক শেখ ফরিদ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

এর আগে এদিন রাত সাড়ে ৯টায় থেতরাই ইউনিয়নের পশ্চিমমাথা থেতরাই বাজার থেকে ত্রাণের ৮৭ কেজি চালসহ ওই বাজারের দোকানদার মঈফুলকে আটক করা হয়।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ত্রাণের চালসহ তাকে আটক করে নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়। পরে দায়িত্বরত ট্যাগ অফিসার বাদী হয়ে মামলা দায়ের করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, আটকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাকে মঙ্গলবার (১৪ এপ্রিল) কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।