কুমিল্লায় নতুন করে ৯ জন করোনা আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৪ এপ্রিল ২০২০

কুমিল্লায় করোনা ভাইরাসে নতুন করে আরও ৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলার ১৬ জন করোনায় আক্রান্ত হলেন। মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন জানান, এ জেলায় করোনায় নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- জেলার তিতাস উপজেলায় ৩ জন, দাউদকান্দিতে ২ জন, বুড়িচংয়ে ১ জন, সদর দক্ষিণ উপজেলায় ১ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন ও চান্দিনায় ১ জন। এ পর্যন্ত জেলায় ১৬ জন আক্রান্ত হলেন।

তিনি আরো জানান, কুমিল্লায় কোয়ারেন্টাইনে থাকা ৪ হাজার ১৩৬ জনের মধ্যে রিলিজ পেয়েছেন ৩ হাজার ৩১৮ জন। এ পর্যন্ত সিভিল সার্জন কার্যালয় থেকে মোট ১৭৬ জনের করোনা উপসর্গের নমুনা পাঠানো হয়েছে, এরমধ্যে ১৪৬টি রিপোর্ট পাওয়া গেছে।

এর আগে জেলার বিভিন্ন উপজেলায় ৭ জন করোনায় আক্রান্ত হন। এর মধ্যে একজন মারা গেছেন। এছাড়াও ঢাকা ও নারায়ণগঞ্জে কুমিল্লার ২ জন আক্রান্ত হয়েছেন।

কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।