বছরের প্রথম দিনই নদীতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
নববর্ষের প্রথম দিনই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার আলীডাঙা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী গ্রামের জিয়াউর রহমানের মেয়ে ও জালমাছমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী জুঁই (১০) এবং একই এলাকার জুবাইয়ের হোসেনের ছেলে ও শিবগঞ্জ কঁচিকাঁচা বিদ্যা নিকেতনের প্রথম শ্রেণির ছাত্র ইমরান আলী (৯)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, ওই শিশুরা তাদের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পাগলা নদীতে গোসল করতে যায়। এসময় জুঁই ও ইমরান পানিতে ডুবে যায়। বিষয়টি অন্যরা জানতে পেরে নদী থেকে জুঁই ও ইমরানকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তারা মারা যায়।
নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি।
আব্দুল্লাহ/এফএ/জেআইএম