কেরানীগঞ্জ থেকে কুড়িগ্রামে গিয়ে কোয়ারেন্টাইনে ৬২ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১৪ এপ্রিল ২০২০

ঢাকার কেরানীগঞ্জ থেকে মঙ্গলবার ট্রাকযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় আসা ৬২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও দুইজন শিশু রয়েছে।

পুলিশ জানায়, এসব লোক কেরানিগঞ্জে ইটখোলায় কাজ করতেন। তারা সেখান থেকে ট্রাকযোগে বাড়িতে আসার সময় কুড়িগ্রামের ধরলা ব্রিজের নিকট আটক হন। পরে তাদের পুলিশ পাহারায় কচাকাটা থানার কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ে আনা হয়। করোনা সংক্রমণ ঠেকাতে এদের সবাইকে বিদ্যালয়টিতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

কোয়ারেন্টাইনে থাকাদের বাড়ি কচাকাটা থানার কেদার ও কচাকাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। কোয়ারেন্টাইনে রাখার সময় স্বাস্থ্য উপসহকারীগণ সকলের স্বাস্থ্য পরীক্ষা করেন।

এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার শওকত আলী, কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ, কেদার ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান, কচাকাটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার শওকত আলী বলেন, কচাকাটা থানা এলাকার অনেক মানুষ ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় কাজ করতে যান, যারা এসেছেন তারা কেরনীগঞ্জের ইটখোলায় কাজ করতেন। যেহেতু তারা করোনা সংক্রমিত এলাকা থেকে এসেছেন তাই সংক্রমণ রোধে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহম্মেদ মাছুম জানান, সকল নিয়ম কানুন মেনে এবং সকলের খাবারের ব্যবস্থা করে প্রতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

নাজমুল হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।