দিনাজপুরে ৭ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১৪ এপ্রিল ২০২০

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে (কোভিড-১৯) দিনাজপুরে এই প্রথম ৭ জন আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) রংপুর বিভাগের ৫টি জেলার ১৫ জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এর মধ্যে দিনাজপুর জেলার ৭ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৩ জন, নবাবগঞ্জ উপজেলার ৩ জন ও ফুলবাড়ী উপজেলার ১ জন রয়েছেন।

দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম বলেন, আমাদের একটি মিটিং চলছে। মিটিং শেষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এমদাদুল হক মিলন/এইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।