নারায়ণগঞ্জফেরত কিশোরসহ কুমিল্লায় আরও দুজন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১৫ এপ্রিল ২০২০

কুমিল্লায় বরুড়া ও তিতাস উপজেলায় নতুন করে আরও দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ জন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

নতুন করে আক্রান্ত হওয়াদের মধ্যে নারায়ণগঞ্জফেরত একজন। তার বয়স ১৫ বছর। অপরজন ঢাকা থেকে বাড়ি এসেছেন। কিশোরের বাড়ি তিতাস উপজেলার ফরিদপুর গ্রামে। অন্যজন বরুড়া উপজেলার কেমতলী গ্রামের ২৭ বছরের নারী। তিনি ঢাকা থেকে বাবার বাড়িতে এসেছিলেন। বুধবার দুপুরে সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে করোনা উপসর্গ থাকা সন্দেহভাজন ২১৮ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ১৪৬ জনের রিপোর্ট এসেছে। এতে ১৮ জনের ফলাফল পজেটিভ এবং ১২৮ জনের ফলাফল নেগেটিভ এসেছে। জেলায় এ পর্যন্ত কোয়ারেন্টাইনে ছিলেন চার হাজার ৩৩৯ জন। ইতোমধ্যে তিন হাজার ৩২৩ জন কোয়ারেন্টাইনমুক্ত হয়েছেন। বর্তমানে এক হাজার ১৭ জন কোয়ারেন্টাইনে রয়েছেন।

মো. কামাল উদ্দিন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।