নোয়াখালীতে মারা যাওয়া রাজমিস্ত্রির করোনা পজিটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৬ এপ্রিল ২০২০

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামে মারা যাওয়া আলী আক্কাসের (৪৫) নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। করোনায় মারা যাওয়া আলী আক্কাস পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি ওই ইউনিয়নের মৃত আব্দুল গোফরানের ছেলে। এ ঘটনায় তার বাড়িসহ ওই গ্রামের ২২টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, গত ১২ এপ্রিল রাতে আলী আক্কাস তার গ্রামের বাড়িতে মারা যান। পরদিন তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মতে দাফন করা হয়।। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি-না তা জানতে তার শরীর থেকে নমুনা সংগ্রহ চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়। পরে বুধবার (১৫ এপ্রিল) রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ ঘটনায় আলী আক্কাসের বাড়িসহ ওই গ্রামের ২২টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

নোয়াখালীর সিভিল সার্জন ডা. মমিনুর রহমান জানান, নোয়াখালীতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে এক ইতালি প্রবাসীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ইতালি প্রবাসীর তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরেও করোনা পজিটিভ পাওয়া গেছে। তাকে চট্টগ্রাম জেনারেল হাসাপাতালে নিয়ে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মিজানুর রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।