চৌদ্দগ্রামে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ
চৌদ্দগ্রামে আর্ত-মানবতার সেবায় প্রতিষ্ঠিত ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে করোনা মহামারিতে অসহায় কর্মহীন পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রামে সংগঠনটি রমজান ও করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৫৬টি অসহায় ও দিনমজুরের মাঝে এসব বিতরণ করে।
প্রথম ধাপে ৫৬টি পরিবারকে সহায়তা দেয়া হয়েছে। পরবর্তী ধাপে আরও ৪৫টি পরিবারকে সহায়তা দেওয়ার পরিকল্পনা চলছে। বুধবার সকালে উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মোশারেফ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইভেন্ট সমন্বয়ক মনির হোসেন খোকন, ব্যবসায়ী মোশারফ হোসেন, মো. ইয়াছিন, জসিম উদ্দিন, এনায়েত উল্লাহ মাসুম, সাংবাদিক মো. এমদাদ উল্যাহ, বেলাল হোসাইন, মনোয়ার হোসেন মুন্না, আনিসুর রহমান, ফখরুদ্দিন ইমন, শিক্ষক বেলাল হোসেন শাকিল, জামান সাব্বির, আলাউদ্দিন আলো প্রমুখ।
পরে অসহায় কর্মহীন দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। উল্লেখ্য, স্বপ্নপূরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে। বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ও দেশে থাকা দরদী ব্যক্তিদের দেয়া অনুদান সঠিকভাবে বিতরণ করছে ফাউন্ডেশনের কার্যকরী সদস্যরা।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক যাত্রার পরে এখন পর্যন্ত প্রায় বিশটির মতো সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চৌদ্দগ্রাম পৌরসভা সহ সমগ্র এলাকায় চল্লিশটির মতো মসজিদে হ্যান্ড ওয়াস ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ।
এছাড়া বিভিন্ন সময়ে সহায়তা কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য ছিল উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত কাজী মো. শাহ আলমের চিকিৎসার জন্য তহবিল গঠন করে ৪ লাখ ৩৫ হাজার টাকা প্রদান, ১ লাখ ১০ হাজার টাকা তহবিলে চৌদ্দগ্রামব্যাপী ৫৭টি পরিবারের এক মাসের ইফতার বিতরণ এবং একই ইউনিয়নের পাটানন্দী গ্রামের আরেক ব্লাড ক্যান্সারে আক্রান্ত নজরুল ইসলাম মানিকের জন্য ১ লাখ ৩৭ হাজার ৭ শত ৫০ টাকার অনুদান প্রদান।
তাছাড়া দুস্থ ও অসহায় মানুষের জন্য ঘর নির্মাণ, অসহায় এতিম মেয়ের বিয়ের খরচ প্রদান, বিভিন্ন গ্রাম ও অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি, গরিব মেধাবী শিক্ষার্থী মো. আবদুল হালিমের মেডিকেল ভর্তির জন্য ২৫ হাজার ৫০০ টাক প্রদান, সনাতন ধর্মাবলম্বী গোবিন্দ মজুমদারের ছেলের চিকিৎসার জন্য অনুদানসহ প্রতিবন্ধীদের চিকিৎসা সহায়তা প্রদান করেছে সংগঠনটি।
এমআরএম/এমএস