ঠাকুরগাঁওয়ে শিশু ও যুবক করোনায় আক্রান্ত, মোট ৫ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১৭ এপ্রিল ২০২০

ঠাকুরগাঁওয়ে সাত বছর বয়সী এক শিশুসহ দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ জনে। নতুন দুইজনের মধ্যে আক্রান্ত একজন নারায়গঞ্জ থেকে এসেছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার। আক্রান্ত আরেকজনের বয়স (২২)।

আক্রান্তদের মধ্যে ২২ বছর বয়সী যুবকের বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চৌরঙ্গী এলাকায় ও শিশুটি রাণীশংকৈল উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, এখন পর্যন্ত জেলার মোট ২৪৬ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে আজ একজন শিশুসহ দুইজন করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আমাদের জেলায় মোট আক্রান্ত হয়েছে ৫ জন। সকলকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১১ এপ্রিল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভবানীপুর এলাকার একজন ও হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া এলাকার ২ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।