করোনায় ইতালিপ্রবাসীর মৃত্যু, লকডাউন ঘোষিত হাসপাতাল খোলা
করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দেয়ার তথ্য গোপন করায় নোয়াখালীর মাইজদীর প্রাইম হসপিটাল লকডাউন করা হয়। কিন্তু লকডাউন ঘোষণার সাতদিন পর তা প্রত্যাহার করা হয়েছে।
লকডাউন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন মো. মোমিনুর রহমান বলেন, লকডাউন ঘোষণার সাতদিন পর আইইডিসিআরের পরামর্শ অনুযায়ী রোববার সকাল থেকে শুধু ৫০৪ নম্বর কক্ষসহ হসপিটালটির পাঁচতলা লকডাউন রেখে অবশিষ্ট কক্ষগুলোর লকডাউন প্রত্যাহার করা হয়েছে।
এদিকে প্রাইম হসপিটালের লকডাউন প্রত্যাহারের বিষয়টি শুনে বিস্ময় প্রকাশ করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।
জাগো নিউজকে তিনি বলেন, আমি নিষেধ করার পরও কীভাবে এই হসপিটালের লকডাউন প্রত্যাহার করা হলো। এখানে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনসহ চিকিৎসক-নার্স এবং কর্মকর্তারা করোনার ঝুঁকিতে পড়ুক আমি তা চাই না। পুরো হসপিটাল লকডাউন থাকা দরকার।
১৩ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর আগে প্রাইম হসপিটালে চিকিৎসা নেন ইতালিপ্রবাসী মোরশেদ আলম। পরে তথ্য গোপন করায় প্রাইম হসপিটালকে লকডাউন করা হয়।
জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান প্রাইম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক পত্রে উল্লেখ করেন, গত ৫ এপ্রিল প্রাইম হসপিটালের ৫০৪ নম্বর রুমে সোনাইমুড়ি উপজেলার ইতালিপ্রবাসী মোরশেদ আলমকে ভর্তি পর চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে তাকে ঢাকায় পাঠানো হয়। কিন্তু রোগীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের জন্য সিভিল সার্জন অফিসকে বিষয়টি অবহিত করা হয়নি। পরবর্তীকালে রোগী ঢাকায় মারা যায় এবং তার করোনাভাইরাস ধরা পড়ে।
তাই জনগণের সার্বিক নিরাপত্তা ও রোগীদের নিরাপত্তার স্বার্থে ১৩ এপ্রিল রাত ১২টা থেকে পরবর্তী ১৪ দিনের জন্য প্রাইম হসপিটাল লকডাউন করা হলো। বিনা ব্যর্থতায় এ আদেশ পালন করতে হবে হবে। সুধারাম মডেল থানা পুলিশকে পত্রের অনুলিপি দিয়ে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়।
গত ১৩ এপ্রিল প্রাইম হসপিটাল লকডাউন করা হলেও সেটি কাগজে-কলমে সীমাবদ্ধ ছিল। স্থানীয় সাংবাদিকরা ১৪ এপ্রিল দেখতে পান হাসপাতাল খোলা রেখে যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সিভিল সার্জন মোমিনুর রহমান বলেন, আমি সবদিক বিবেচনা করে লকডাউন করেছি। এখন আইইডিসিআর থেকে আমাকে যেভাবে পরামর্শ দিয়েছে সেটি করেছি। আমার কিছুই করার নেই।
মিজানুর রহমান/এএম/এমএসএইচ